Home Gadgets মটোরোলা ডিএসএলআরের বিকল্প ফোন আনছে..trends24bd.top

মটোরোলা ডিএসএলআরের বিকল্প ফোন আনছে..trends24bd.top

4382
0

ডিএসএলআরের বিকল্প ক্যামেরা ফোন আনছে মটোরোলা। মডেল মটো ই ৭ প্লাস। এই ফোনে থাকছে ৪৮ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। যা দিয়ে ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলা যাবে।

সম্প্রতি এই ফোনটির তথ্য ও ছবি ফাঁস করেছে টিপস্টার ইভান ব্লাস। তিনি জানিয়েছেন, মটো ই৭ প্লাস ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন অক্টা কোর প্রসেসর থাকবে। সাথে দেওয়া হবে ৪ জিবি র‌্যাম। আবার এই ফোনটি ৬৪ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অফার করতে পারে। এছাড়া ফোনটি ৪৮ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরার সাথে আসবে। এতে নাইট ভিশন সাপোর্ট করবে। পাওয়ারের জন্য এতে দেওয়া হবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

বলার অপেক্ষা রাখেনা এই ফোনটি গত সেপ্টেম্বরে লঞ্চ হওয়া মটো ই৬ প্লাসের আপগ্রেড ভার্সন হবে। এই ফোনের ডিসপ্লে ডিজাইন হতে পারে ওয়াটারড্রপ নচ। আবার ডুয়েল ক্যামেরায় লেজার অটোফোকাস এবং এলইডি ফ্ল্যাশ দেওয়া হবে। মনে করা হচ্ছে মটো ই৭ প্লাস ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের নিচের দিকে স্বাভাবিক ভাবে স্পিকার গ্রিলস ও ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া হবে।

4.8 4 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments